মোহাম্মদ শাহ আলম ॥ হবিগঞ্জে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মজনু মিয়া (২৫) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। গতকাল রোববার বেলা ২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের চানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু সদর উপজেলার হাতিরথান গ্রামের সত্তর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা ২টার দিকে ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। সহকর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ দাস তাকে মৃত ঘোষণা করেন। মজনুর মৃত্যুর খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠান।
নিহত মজনুর মা মিলন চান বলেন, আমার ছেলের জন্য তার খালাতো বোনের সাথে বিবাহের দিন-তারিখ ঠিক করা হয়েছিল। কিন্তু বিদ্যুত কেড়ে নিয়েছে আমার ঘরের আলো।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com