স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের দিতকুড়া গ্রামে জমিতে ধান কাটাকে কেন্দ্র করে বাবা-মাকে কুপিয়ে রক্তাক্ত করেছে সন্তান ও তার লোকজন। গুরুতর আহত অবস্থায় শহীদ মিয়া (৬০) ও তার স্ত্রী সিপন বেগমকে (৪) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
আহত সূত্র জানায়, শহীদ মিয়ার প্রথম স্ত্রী মারা যাওয়ার কিছুদিন পর সিপন বেগমকে বিয়ে করেন তিনি। এ বিষয়টি মেনে নিতে পারেনি তার প্রথম পরিবারের বড় কন্যা ফাতেমা আক্তার। এ নিয়ে তাদের সাংসারিক জীবনে দীর্ঘদিন ধরে কলহ দেখা দেয়। শুরু হয় পিতা কন্যার বিচার সালিশ পাল্টাপাল্টি মামলা মোকদ্দমা। সম্প্রতি একই এলাকার মাসুম মাস্টারের আড়াই ক্ষের জমি বন্ধক নেন শহীদ মিয়া। শনিবার সকালে ওই জমিতে ধান কাটতে যান তিনি। এসময় তার কন্যা ফাতেমা আক্তার, জামাতা লালু মিয়া ও নাতী কাউছার মিয়ার লোকজন ধান কাটতে বাধা প্রদান করে। বাধা উপেক্ষা করলে শহীদ মিয়া ও তার স্ত্রী সিপন বেগমকে অতর্কিত কুপিয়ে আহত করে তারা। পরে তাদের শোর চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করান।