স্টাফ রিপোর্টার ॥ মহিলাদের আন্তর্জাতিক সেবামূলক সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর ২০১৯-২০ মেয়াদের নয়া কমিটির প্রথম মাসিক সাধারণ সভা হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় ক্লাব প্রেসিডেন্ট কুমকুম চৌধুরীর সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া করেন প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী। সভায় জাতীয় সঙ্গীত ও শপথ পাঠ করা হয়। সভায় অংশগ্রহণ করেন ক্লাব প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রায়হানা বেগম, আইপিপি অ্যাডভোকেট তাহমিনা খান, চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, সেক্রেটারি মাহফুজা আক্তার ডলি, ট্রেজারার সানজিদা মুহিব প্রীতি, আইএসও তাজকিয়া আক্তার জুবলী, সদস্য রওশন আরা লুনা, অ্যাডভোকেট সায়লা খান প্রমূখ। সভায় মাহফুজা আক্তার ডলির বিবাহ বার্ষিকী উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও শর্বাণী দত্তের জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া ক্লাব প্রেসিডেন্ট উপস্থিত সবাইকে গোলাপ দিয়ে বরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com