স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে দু’টি বাল্য বিয়ে ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এ দুটি বিয়ে ভেঙ্গে দেন। প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দিবে না মর্মে অভিভাবকরা ইউএনওর কাছে লিখিত অঙ্গিকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান জানান- উপজেলার বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে বাল্য বিয়ে হচ্ছে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে যাই। সেখানে ওই গ্রামের মৃত আবেদ আলীর মেয়ে জরিনা আক্তার (১৫) এবং নানু মিয়ার মেয়ে সাবিনা আক্তারের (১৪) বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। কিন্তু তাদের বয়স না হওয়ায় বিয়ে ভেঙ্গে দিয়ে প্রাপ্ত বয়স হলে তাদের বিয়ে দেওয়া হবে মর্মে অভিভাবকদের কাছ থেকে লিখিত অঙ্গিকার নেই।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com