জনসভায় উপস্থিত থাকতে মোতাচ্ছিরুল ইসলামের আহবান
স্টাফ রিপোর্টার ॥ সুতাং নদীর পানি দূষণ রোধ তথা এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্তির জন্য আগামী ২০ আগস্ট জনসভা অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে সাধুর বাজারে আয়োজিত পরামর্শ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। স্থানীয় ইউপ চেয়ারম্যান শেখ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। সভায় স্থানীয় মুরুব্বিয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় মোতাচ্ছিরুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের নির্ধারিত সময়ে জনসভা করা যায়নি। কিন্তু আগামী ২০ আগস্ট নির্দিষ্ট স্থানে বিকাল ৩টায় সুতাং নদীর পরিবেশ রক্ষার লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com