জেলা সাংবাদিক ফোরামের কার্যকরি কমিটির সভা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি রাসেল চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম। শুক্রবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত ফোরামের কার্যকরি কমিটির সভায় এ সংবর্ধনা দেয়া হয়।
ফোরাম সভাপতি শাকিল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি রাসেল চৌধুরী। উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর, সিনিয়র সহ-সভাপতি দিদার এলাহী সাজু, সহ-সভাপতি মামুন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক আখলাছ আহমেদ প্রিয়, অর্থ সম্পাদক মীর আব্দুল কাদির ও প্রচার-প্রকাশনা সম্পাদক সৈয়দ মশিউর রহমান। সভায় সদস্য নবায়নসহ নৌকা ভ্রমণ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com