নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ চলে। নির্বাচন চলাকালে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৬৪জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৫৮জন।
নির্বাচিত নেতৃবৃন্দ হলেন সভাপতি দিলশাদ মিয়া, সহসভাপতি পাপ্পু মিয়া, সাধারণ সম্পাদক রোমান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক জুবেল মিয়া, কোষাধ্যক্ষ আল-আমিন, দপ্তর সম্পাদক আব্দুল আলীম ও প্রচার সম্পাদক রোমান মিয়া। নির্বাচিত সদস্যরা হলেন- ফয়ছল মিয়া, ফখরুল ইসলাম, নাসির উদ্দিন, সোহেল মিয়া।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. কনর মিয়া, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন যথাক্রমে এম এ আহমদ আজাদ, আব্দুর রকিব, সিজিল মিয়া, ছালিক মিয়া, ফুল মিয়া, সুলতান আলী।
উক্ত নির্বাচনে প্রধান প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফুর রহমান। নির্বাচন চলাকালীন সময়ে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, অ্যাডভোকেট কাজল আহমেদ, যুবলীগের যুগ্ম আহবায়ক গোল আহমেদ কাজল, দেবপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বশির আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com