সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ ছেলেধরা গুজব, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদক প্রতিরোধে উপজেলা প্রশাসন কর্তৃক জনসচেতনাতামুলক সমাবেশের অংশ হিসাবে লাখাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকগণের উপস্থিতিতে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন। বিদ্যালয়ের শিক্ষক মোঃ সারোয়ার আলম ভুইয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ চন্দ্র সেন। সভায় বক্তাগণ বলেন, একটি কুচক্রী মহল ভুয়া ও মিথ্যা বানোয়াট গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। ছেলেধরা গুজব একটি অমুলক প্রতারণা। এ ব্যাপারে সকলের সচেতন হওয়া উচিত এবং এলাকায় কোন অপপ্রচারের ঘটনা ঘটলে তা তাৎক্ষনিক প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।
মাদককে না বলুন, বাল্য বিবাহ প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। পরে জনসচেতনতামূলক আলোচনা সভা বামৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহবুুবা জেসমিন সহ সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।