নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্য সমত গ্রামের নাজমুল হোসেন। পেশায় রিকশা চালক। বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় গরীব রিকশা চালক নাজমূলের। তবুও সততার পথ থেকে সরতে নারাজ এই তরুণ রিকশা চালক। প্রায় আড়াই লাখ টাকা ও একটি মোবাইল ফোন হাতে পেয়েও ফিরিয়ে দিল সে মালিকের হাতে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে। বৃহস্পতিবার ইনাতগঞ্জ বাজার থেকে জনৈক ব্যক্তিকে নিয়ে কাজির বাজারে নামিয়ে দিয়ে আসার পথে নাজমূল তার রিকশার সিটে পড়ে থাকা একটি শপিং ব্যাগ দেখতে পায়। ব্যাগটি খুলে অনেক টাকা ও মোবাইল ফোন দেখতে পেয়ে হতভম্ব হয়ে যায় সে। তাৎক্ষণিক সে আরেকজন চালকের সহায়তা নিয়ে ইনাতগঞ্জ বাজারের কেয়া স্টোরের মালিক গোলাম জিলানী সাইফুল আলমের কাছে নিয়ে গেলে মোবাইল ফোনের সূত্র ধরে ব্যাগের মালিককে ফোন দেন সাইফুল। টাকার মালিক ফোন পেয়ে আরো দু’জন ব্যক্তিকে সাথে নিয়ে ইনাতগঞ্জ বাজারে আসেন। পরে নাজমূল মালিকের হাতে মোবাইল ও দুই লাখ সাত চল্লিশ হাজার টাকা ফেরত দেন। এ সময় ব্যাগের মালিক অনেকের উপস্থিতিতে নিজ টাকা বুঝে পেয়ে আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন এবং লোভ লালসাহীন মানবতার সাক্ষী দুই চালককে ২ হাজার ৫শ’ টাকা প্রায় জোর করেই তাদের পকেটে ভরে দেন এবং রিকশা চালক নাজমূলকে খুশি হয়ে একটি মোবাইল ফোন উপহার দেন।