বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এক ওয়ারেন্টভূক্ত ডাকাতসহ বিভিন্ন মামলার পলাতক ৬ আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার ভোররাতে বানিয়াচঙ্গ থানার ওসি মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে একাধিক ডাকাতি ও চুরির মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জাহির মিয়াকে (৩২) গ্রেফতার করে। সে বানিয়াচঙ্গ উপজেলার বাগজোর গ্রামের মৃত ছায়েদ মিয়ার পুত্র। এছাড়া একই উপজেলার কালাইনজুড়া গ্রামের লুৎফুর হকের পুত্র শামছুল হক (৪৫), আলমপুর গ্রামের মুতাব্বির মিয়ার পুত্র রানা মিয়া (২৩), বাগজোর গ্রামের রইছ উল্লার পুত্র তৈয়ব আলী (৫৫), দুর্গাপুর গ্রামের মৃত দুদু মিয়ার পুত্র মাসুম মিয়া (৩৬) ও পৈলার কান্দি গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র মহিত মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী।
এ ব্যাপারে বানিয়াচঙ্গ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান- বর্তমানে অপরাধীদের গ্রেফতারে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে। যেকোন ধরনের অপরাধ সংঘটিত হওয়ার পূর্বে পুলিশকে খবর দেয়ার আহবান জানান তিনি। তিনি বলেন- সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে সকল প্রকার অপরাধ নির্মূল করা সম্ভব।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com