স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার হোসেনপুর গ্রাম থেকে সাহেদ মিয়া (১৫) নামে এক কিশোরের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের আব্দুল কাদিরের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়- তুচ্ছ ঘটনা নিয়ে পরিবারের লোকজনের সাথে সাহেদ মিয়ার ঝগড়া হয়। গতকাল শুক্রবার বিকেলে বাড়ির পাশের একটি আমগাছে গলায় দড়ি লাগানো অবস্থায় সাহেদ মিয়াকে ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
সদর থানার ওসি মাসুক আলী জানান- ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com