নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামে বখাটে ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছেন মাসহ পরিবারের লোকজন। কোন উপায় না পেয়ে অবশেষে বখাটে ছেলে আয়ধন মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করেছেন মা। লিখিত অভিযোগে উল্লেখ করা হয় ১৫ বছর আগে জয়নব বিবির স্বামী আলফু মিয়া মারা যান। পরে অনেক কষ্টে ৮ ছেলে মেয়েকে নিয়ে দিনাতিপাত করেন জয়নব বিবি। কিন্তু ছেলে আয়ধন মিয়া মাদক সেবন, জুয়াসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। অনেক চেষ্টা করেও পরিবারের লোকজন তাকে সঠিক পথে আনতে পারেনি। প্রায়ই মাদক সেবন করে সে মা ও ভাইবোনদের নির্যাতন করে আসছে। এতে অতিষ্ঠ হয়ে অবশেষে বখাটে আয়ধন মিয়ার বিরুদ্ধে তারা উপজেলা চেয়ারম্যান কাছে লিখিত অভিযোগ করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com