লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা (মৃৎশিল্পী)। কারিগরদের দম ফেলার ফুরসত নেই। কেউ ব্যস্ত প্রতিমার কাঠামো তৈরিতে, কেউবা মাটি দিয়ে অবয়ব তৈরি করছেন। পূজার আগেই শিল্পীর তুলির আচড়ে প্রতিমা হয়ে উঠবে যেন জীবন্ত সত্ত্বা।
আসছে ২২ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরই মধ্যে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরির তোড়জোড় শুরু হয়ে গেছে। উপজেলার ১নং লাখাই ইউনিয়নের ৫৫ বছরের পুরোনো দয়ালনাথের বাড়ির মন্দির ঘুরে দেখা যায় প্রতিমার অবয়ব তৈরির কাজ প্রায় শেষ। শুধু বাকি রয়েছে তুলির সাহায্যে প্রতিমার গায়ে রং মাখানো। সেখানে বানিয়াচং উপজেলার ইকরাম থেকে আগত মৃৎশিল্পী অসীম পালের সাথে। আলাপকালে তিনি জানান- তিনি এবং তার বাবা মিলে দেশের বিভিন্ন স্থনে ১২টি মন্ডপের প্রতিমা তৈরি করছেন। তারা দুই মাস সময়ের মধ্যে এ কাজ সম্পন্ন করতে পারবেন বলে আশাবাদী। এ জন্য তাদের দিনরাত পরিশ্রম করতে হচ্ছে। প্রতিটি মন্ডপের মূর্তি তৈরির পারিশ্রমিক তারা নিচ্ছেন ২০-২৫ হাজার টাকা করে। তবে মাটি, খড়, বাঁশ ও আনুষাঙ্গিক খরচ পূজারীকে বহন করতে হচ্ছে। করোনা ভাইরাসের কারণে পূজার আনন্দে কিছুটা ভাটা পড়লেও পূজা সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদী পূজারী শ্যামল দেবনাথ।
উল্লেখ্য, বিগত বছর লাখাই উপজেলার ৬৯টি পূজামন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com