স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গোসাইপুর এলাকায় মোবাইল চুরি করতে গিয়ে রুবেল মিয়া (২২) নামে এক যুবক ধরাশায়ী হয়েছে। তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়- গতকাল শুক্রবার বিকেল প্রায় ৩টায় ওই এলাকার মৃত ইনসান মিয়ার পুত্র ইউনুছ মিয়ার বাড়িতে রুবেল মিয়া একটি মোবাইল চুরি করতে যায়। বিষয়টি আঁচ করতে পেরে ইউনুছ ও তার সহযোগি খলিল মিয়া তাকে ধরে ফেলেন। এক পর্যায়ে তাকে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়। রুবেল মিয়া উত্তর শ্যামলী এলাকার ছমির উদ্দিনের পুত্র।
আটক রুবেল জানায়- ইউনুছ মিয়ার বাড়িতে সে মোবাইল চুরি করতে যায়। এক পর্যায়ে ইউনুছ তাকে ধরে মারপিট করে ইয়াবা ট্যাবলেট দিয়ে পুলিশে সোপর্দ করে।
সদর থানার এসআই আবু নাইম জানান- উল্লেখিতরা রুবেলকে পুলিশে সোপর্দ করেছে। রুবেলের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে মামলা করবেন। এ ছাড়া বিষয়টি উদঘাটনের জন্য তদন্ত চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com