স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত গনসচেতনতায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতি (আসুশিকস) এর উদ্যোগে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফেরদৌস করিম আখনজীর সহযোগিতায় হাত ধোয়া, লিফলেট বিতরণ ও দরিদ্রদের মাঝে সাবান বিতরণ করা হয়েছে। বুধবার সকালে আতুকুড়া বাজারে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সামছুল হক আখজীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মহিবুল হোসেন উজ্জলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সহ-সভাপতি সাংবাদিক এসএম সুরুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন হেলাল মিয়া, হরেকৃষ্ণ ,নূরুজ্জামান নূর, শিপন মিয়া, আশাদুর রহমান, সমীরণ দাস, প্রভাংশু দাস, অপূর্ব চক্রবর্তী, সাইফুল ইসলাম ২, মোঃ শরীফুল আখঞ্জী (শান্ত), শেখ সোহাগ, রিয়াজ আখঞ্জী, কাজী শেফাজ্জুল মিয়া, আশিক আহমেদ, তৌহিদুল হক আখঞ্জী, মনিরুল ইসলাম, তুহিন মিয়া, ছাদেক আলী আখঞ্জী, নুরুজ আলী, হাসানুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন-মরনব্যাধি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে গনসচেতনতায় সকলকে এগিয়ে আসতে হবে। আসুশিকস দীর্ঘদিন ধরে অত্র এলাকায় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড করে যাচ্ছে। বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস করিম আখনজী ফ্রান্সে বসবাস করলেও এলাকার মানুষের প্রতি মায়া, মমতা থাকায় তিনি সুখ দুঃখে পাশে দাঁড়াচ্ছেন। এজন্য তিনি আসুশিকস’র সকল নেতৃবৃন্দসহ সাংবাদিক ফেরদৌস করিম আখনজীকে অভিনন্দন জানান। তিনি বলেন-এ মুহূর্তে সচেতনতা ছাড়াও আর কোন কিছু করার নেই। প্রত্যেককে গণসচেতনায় এগিয়ে আসতে হবে। অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম বলেন-করোনা ভাইসরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে এই মহামারি করোনা ভাইরাস থেকে নিজেদের রক্ষা করতে হবে। সে ক্ষেত্রে কোথাও গণজমায়েত করা যাবে না। নিজেদের মধ্যে দূরত্ব বজায়ে থাকতে হবে। সরকারের পাশাপাশি গনসচেতনতা ও সহযোগিতায় সমাজিক সংগঠনসহ বিত্তবানদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান প্রধান অতিথি ও বিশেষ অতিথি হাত ধোয়া কার্যক্রমে উদ্বোধন করে লিফলেট ও সাবান বিতরণ করেন। পরে সংগঠনের নেতৃবৃন্দ পরে আতুকুড়া-সুবিদপুর ও করিমনগর গ্রামে লিফলেট ও সাবান বিতরণ করেন। এছাড়া গ্রামের বিভিন্ন স্থাপনা ও পরিবহনগুলো মেশিন দিয়ে স্প্রে করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com