![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/03/DC-5.jpg)
হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ হবিগঞ্জে করোনা ভাইরাসের জন্য সব কিছু বন্ধ থাকায় নি¤œ আয়ের মানুষ যাতে বেকায়দায় না পড়ে তার জন্য সরকারিভাবে বিতরণের জন্য বরাদ্দ এসেছে ১০ লাখ টাকা এবং ১শ’ মেট্রিক টন চাউল। শনিবার থেকে জেলার ৯টি উপজেলায় উপজেলা প্রশাসন এই চাউল ও টাকা বিতরণ করবে। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে সহযোগিতা দিয়ে এগিয়ে আসছেন হবিগঞ্জের অনেক ব্যবসায়ী। হবিগঞ্জ চাউল কল মিল মালিক সমিতির নেতৃবৃন্দ কেজি করে প্যাকেট করে দেড় হাজার ব্যাগ চাল প্রদান করেছেন জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে। বুধবার দুপুরে হবিগঞ্জ শহরের বিশিষ্ট চাল ব্যবসায়ী বিপ্লবী ট্রেডার্স এর স্বত্ত্ব¡াধিকারী রোটারিয়ান মিঠু রায় ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, শনিবার থেকে নি¤œ আয়ের মানুষকে সহায়তা প্রদান শুরু হবে। ইতোমধ্যে সরকারিভাবে বরাদ্দ এসেছে। এর বাইরে আমরা কারও কাছে সহযোগিতা না চাইলেও অনেকেই এগিয়ে আসছেন সহায়তা নিয়ে। আমরা তা সাদরে গ্রহণ করছি। সকলে মিলে আমরা পরিস্থিতির মোকাবেলা করতে চাই।