হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ চুনারুঘাটে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের দাম বেশি রাখায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ। গতকাল বুধবার দুপুর ১২টায় চুনারুঘাট উপজেলার চুনারুঘাট ও শাকির মোহাম্মদ বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ। অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের দাম বেশি রাখায় আক্তার স্টোরকে ৩ হাজার, মেসার্স একতা ভান্ডারকে ৮ হাজার, ভাই বোন স্টোরকে ১ হাজার এবং শাহজালাল স্টোর ১ হাজারসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্য আলু, পেঁয়াজ, রসুন ও চালের দাম তদারকি করা হয়। করোনাকে কেন্দ্র করে দাম বাড়ানো নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ সব সময় মাঠে আছে জানান অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিন্হা। অভিযানে চুনারুঘাট থানা পুলিশ সহযোগিতা করে।