স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য দোকানপাট বন্ধের নিয়ম না মানায় ৫ দোকান মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক সুমী আক্তার এ জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের নির্দেশনা না মানায় স্টেশন রোডে হাজী আব্দুর রহিম স্টোরকে ৫ হাজার টাকা, আখি ইলেক্ট্রনিক্সকে ১০ হাজার টাকা, দাউদনগর বাজারে আনন্দ ফ্যাশনকে ২ হাজার টাকা, মদিনা সেনিটারীকে ৫ হাজার টাকা ও পুরানবাজারে মনিহার স্বর্ণের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারের নিয়ম না মেনে দোকান খোলা থাকলে জরিমানা হবে, প্রয়োজনে কারাদন্ড দেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ।