স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার, গণপরিবহন বন্ধ এবং পত্রিকা বিপণনজনিত সমস্যাসহ উদ্ভূত পরিস্থিতিতে হবিগঞ্জ থেকে প্রকাশিত সকল স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পত্রিকাগুলো বন্ধ থাকবে। পরদিন শুক্রবার থেকে করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য হবিগঞ্জের সকল দৈনিক পত্রিকার প্রকাশ স্থগিত থাকবে। তবে অনলাইন ভার্সন চালু থাকবে বলে জানানো হয়। গতকাল বুধবার রাতে স্থানীয় দৈনিকগুলোর সম্পাদকবৃন্দ এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com