চুনারুঘাট প্রতিনিধি ॥ করোনা ভাইরাস প্রতিরোধে চুনারুঘাট উপজেলায় জীবাণুুনাশক ছিটানো হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের নির্দেশে পৌরসভায় এ জীবাণুুনাশক ছিটানো উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ ও পৌর মেয়র নাজিম উদ্দিন। গতকাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জীবাণুনাশক ছিটানো হয়েছে। পৌর শহরের সকল ওয়ার্ডে জীবাণুনাশক ছিটানোর পর পর্যায়ক্রমে ১০টি ইউনিয়নে জীবাণু নাশক ছিটানো হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ। তিনি জানান, আজ বৃহস্পতিবার থেকে পুরো উপজেলায় সকল প্রকার দোকানপাট বন্ধ থাকবে। তবে ফার্মেসী, নিত্যপ্রয়োজনীয় ও কাঁচামালের দোকান জরুরী প্রয়োজনে খোলা থাকবে। আজ বৃহস্পতিবার থেকে সবাইকে বাধ্যতামূলক বাসা বাড়িতে অবস্থান করতে হবে। কোন ভাবেই কাউকে বাড়ি থেকে বের না হতে তিনি নির্দেশনা দেন। এছাড়া চুনারুঘাটে সকল প্রকার যানবাহন বন্ধ রয়েছে। জরুরী প্রয়োজনে কেই কেনাকাটায় আসলে নিরাপদ দুরত্ব বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে তা শেষ করতে হবে। নিজের এবং জনস্বার্থে সবাইকে এ নির্দেশ মেনে চলতে নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে চুনারুঘাট থানা পুলিশের উদ্যোগে মানুষকে সচেতনতার জন্য চলছে লিফলেট বিতরণ, ফেস্টুুন লাগানো এবং মানুষকে হাত ধোয়ার অভ্যাস করানোর ব্যবস্থা। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান- আমরা সব সময় আমাদের টহল পার্টিকে সক্রিয় রেখেছি। তারা সারা উপজেলায় টহল দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্থানে এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে লিফলেট বিতরণ ও সচেতন করার জন্য বিভিন্ন পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।