হবিগঞ্জে ব্যাংক সমূহের মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন সম্মেলন

এসএম সুরুজ আলী ॥ বাংলাদেশের অর্থনীতি এখন অনেক বড়। আমরা এখন উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করেছি। আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে একটি উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার। আমরা চেষ্টা করছি অর্থনৈতিক বৈষম্য কমানোর। সব লক্ষ্য ঠিক রেখে আমরা এগিয়ে যাব। ব্যাংক পরিচালনার জন্য পরিচালনা বোর্ডের সহায়তা দরকার, যেমন গাড়ি চালানোর জন্য চালকের সহায়তা দরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির এসব কথা বলেছেন। তিনি বলেন, পৃথিবীর কোথাও আন্দোলন করে ভাষা অর্জন করা হয়নি। আমাদের এ গৌরব রয়েছে। আমরা রক্ত দিয়ে ভাষা রক্ষা করেছি। ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি জানাই বিন¤্র শ্রদ্ধা।
শুক্রবার বিকেলে হবিগঞ্জের বাহুবল উপজেলার দ্যা প্যালেস রিসোর্টে প্রধান অতিথি হিসেবে তিনি ব্যাংক সমূহের মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলনের উদ্বোধন করেন। বিএফআইইউ এর নির্বাহী পরিচালক ও ডেপুটি হেড মো. ইস্কান্দার মিয়ার সভাপতিত্বে ও উপ-পরিচালক শারমিন প্রধানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএফআইইউ এর প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান। সম্মেলনে বিভিন্ন ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে বক্তৃতা করেন ব্যাংকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট আলী রেজা ইফতেখার ও বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন প্রমূখ। সম্মেলনের সাংবাদিকদের মধ্যে অংশ নেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম এ হালিম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, জিটিভি জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, এসএ টিভির আব্দুর রউফ সেলিম, মাই টিভির মোশাহিদ আলম, সাংবাদিক সহিবুর রহমান, নবীগঞ্জের সাংবাদিক মতিউর রহমান মুন্না, সনি চৌধুরী প্রমূখ।