নবীগঞ্জ প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ নবীগঞ্জ উপজেলা কমিটি স্থগিত করেছেন জেলা কমিটি। গত ৬ ফেব্রুয়ারি জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি শাহ মোঃ মনসুর এবং সাধারণ সম্পাদক মোঃ তজমুল চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে উক্ত কমিটি স্থগিত ঘোষণা করেন। বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ নবীগঞ্জ উপজেলায় পৃথক দু’টি কমিটি থাকায় পাল্টাপাল্টি কর্মসুচীতে দলের ভাবমুর্তি ক্ষুন্ন হয়। এতে বড় ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা সংঘটিত হতে পারে। এমতাবস্থায় ৩ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেয় জেলা কমিটি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com