স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার এ.কে কাওসারের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সভাপতি এমদাদুল ইসলাম সোহেল, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি এম.এ ওয়াহেদ, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, সাবেক সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, সাবেক সহ-সভাপতি সালাম চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি দিদার এলাহী সাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, সাবেক কোষাধ্যক্ষ মোঃ রহমত আলী, মানবকন্ঠের হবিগঞ্জ প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, কার্যকরি কমিটির সদস্য নজরুল ইসলাম, দৈনিক প্রভাকর পত্রিকার বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেক, দৈনিক খোয়াই পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, চ্যানেল এস-এর সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী মিজান, সাংবাদিক আব্দুল হান্নান, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার জাহেদ আলী মামুন, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম, দৈনিক প্রতিদিনের বানী পত্রিকার স্টাফ রিপোর্টার এইচ.এম হেলিম, অসুস্থ সাংবাদিক এ.কে কাওসারের পিতা মোঃ রমিজ আলী, এইচ.এম রুবেল, সুয়েব ঠাকুর, রাসেল আহমেদ ও শাওন আহমেদ প্রমুখ। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আব্দুল আলীম সুন্নী আলকাদরী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com