মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী পইল ইউনিয়নের সাবেক মেম্বার নুর মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি নাজিরপুর গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি পুত্র, কন্যা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বেলা আড়াইটায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে অংশ নেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জি কে গউছ, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়ালসহ এলাকার কয়েক শতাধিক মুসল্লিয়ান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com