মোঃ আলাউদ্দিন আল রনি ॥ মাধবপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) অভিযান চালিয়ে ২০৩ পিস ইয়াবাসহ সজিব মিয়া (২৫) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্ব¡র এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত সজিব মিয়া শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের রজব আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, ওইদিন দুপুরে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এসআই সুমন ভুইয়ার নেতৃত্বে একদল র্যাব সদস্য মুক্তিযোদ্ধা চত্ত্ব¡র এলাকায় অভিযান চালিয়ে সজিব মিয়াকে গ্রেফতার করে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com