স্টাফ রিপোর্টার ॥ অপরিকল্পিত বালু ইত্তোলনের ফলে হবিগঞ্জ শহরের মাছুলিয়া ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোন সময় এটি ধ্বসে পড়ে হবিগঞ্জ শহরের সাথে পইলসহ বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। অভিযোগ রয়েছে প্রভাবশালীরা ব্রিজের আশপাশ থেকে বালু উত্তোলনের ফলে ব্রীজের উপর দিয়ে গাড়ি চলাচল করার সময় ব্রীজটি কাপতে থাকে। ২০০৫ সালের ১১ আগস্ট তৎকালিন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ব্রীজটি উদ্বোধন করেন। এরপর থেকে ওই ব্রীজ দিয়ে তেঘরিয়া, এড়ালিয়া, নাজিরপুর, পইল, পাচপাড়িয়া, শিয়ালদাড়িয়া, আউশপাড়া, আছিপুরসহ প্রায় ১৫টি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করছেন। কোন কারণে ব্রীজটি ক্ষতিগ্রস্থ হলে বা ভেঙ্গে পড়লে ওই এলাকার মানুষ দুর্ভোগের শিকার হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com