মিথিলা পাল হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। ২য় শ্রেণিতে লেখাপড়া করার সময় পিতার হাত ধরে তার চিত্রাঙ্কনের হাতেখড়ি। পরে তাকে যোগ্য করে গড়ে তুলতে পরিবারের পক্ষ থেকে প্রশিক্ষকের ব্যবস্থা করা হয়। শুরু থেকেই সে বিশিষ্ট চিত্র প্রশিক্ষক তরুণ রায়ের কাছে চিত্রাংকনের প্রশিক্ষণ নিচ্ছে। শিক্ষকের সুযোগ্য দিক নির্দেশনায় সে চিত্রাঙ্কনে দক্ষ হয়ে উঠে। পাশাপাশি সে নৃত্য চর্চাও চালিয়ে যেতে থাকে। মিথিলা ইতোমধ্যে প্রায় ৩০টির অধিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিভার স্বাক্ষর রাখে। যার মধ্যে ২০১৯ সালে জাগ্রত পূজা কমিটি হবিগঞ্জ, চারু নিকেতন হবিগঞ্জ, অর্গ্যানিজেশন্ ফর দ্যা রেকগনিজেশন্ অফ্ বাংলা এ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ্ দ্যা ইউনাইটেড নেশন্স হবিগঞ্জ, ইসকনের জাগ্রত ছাত্র সমাজ, শ্রীকৃষ্ণ মহিমা প্রচার সংঘ, রামকৃষ্ণ মিশন সেবা সমিতি, মহানাম সেবক সংঘ, চাইল্ড হেভেন কেজি স্কুল উল্লেখযোগ্য।
বাঙালি খাবার তার অত্যন্ত প্রিয়। বিশেষ করে সর্ষে ইলিশ ভাজা তার খুবই প্রিয়। তাছাড়া তার প্রিয় ফল কাঁঠাল, প্রিয় ফুল শাপলা, প্রিয় রঙ গোলাপী। আনন্দ উৎসবে সে জামা পরিধান করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। মিথিলার পিতা অদ্রীশ পাল একজন স্বনামধন্য ব্যবসায়ী আর মা দিতি রানী পাল একজন আদর্শ গৃহিণী। মিথিলা স্বপ্ন দেখে লেখাপড়া শেষ করে বড় হয়ে সে সমাজসেবক হবে। সমাজের কল্যাণে সে কাজ করবে। এজন্য সে সকলের আশীর্বাদ ও দোয়া কামনা করছে। মিথিলার স্বপ্ন সফল ও সার্থক হোক দৈনিক হবিগঞ্জের মুখ পরিবারের পক্ষ থেকে এ শুভ কামনা রইল।
-মঈন উদ্দিন আহমেদ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com