স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৬ মাদকসেবীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তারা হলো বানিয়াচঙ্গ উপজেলার পাথারিয়া গ্রামের মৃত ইছাক মিয়ার পুত্র জাহির মিয়া (৩৫), একই গ্রামের মৃত হাজী হানিফ উল্লার পুত্র আব্দুল কাদের (৬০), আমির আলীর পুত্র বাবুল মিয়া (৩৫), কুশিয়ারতলা গ্রামের সৈয়দ আলীর পুত্র মোস্তফা (৩৫), শহরের বাতিরপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র আব্দুল মালেক (৩৫) ও তিতখাই গ্রামের কালী রায়ের পুত্র বাবুল রায় (৪৫)। এর আগে বৃহস্পতিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদ মোহাম্মদ ইব্রাহিমের কার্যালয়ে হাজির করা হলে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবনের অভিযোগে প্রত্যেককে তিনমাসের কারাদন্ড প্রদান করা হয়। গতকাল রাতেই তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com