চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের মাদক ব্যবসায়ী রিংকু রায়কে (৩৪) কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হবিগঞ্জে হাজিরা দিয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাহমিনা বেগম তার আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। রিংকু রায় চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের দিলীপ রায়ের পুত্র। রিংকু রায় ২০১৯ সালের ১৮ এপ্রিল চুনারুঘাট থানার দায়েরকৃত একটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় এজাহারনামীয় পলাতক আসামী ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, রিংকু রায়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com