মোঃ আলাউদ্দিন আল রনি ॥ মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামে বাহাদুর মিয়া (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার বহরা ইউনিয়নের ওই গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে।
বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান জানান, রাজাপুর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে বাহাদুর মিয়ার মৃত্যুর খবর পেয়ে সকালে তাদের বাড়িতে গিয়ে দেখা যায় বাহাদুরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আব্দুল কাইয়ুম জানান, নিহতের পরিবারের দাবি বুধবার রাতে হঠাৎ করে বাহাদুর অসুস্থ হয়। রাতেই তাকে মনতলা নুসরা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। তবে লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ বা মামলা করেনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com