চুনারুঘাট প্রতিনিধি ॥ দৈনিক ভোরের কাগজের চুনারুঘাট প্রতিনিধি জুনায়েদ আহমেদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় চুনারুঘাট উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের পূর্বে চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ হাসান আলীর সভাপতিত্বে ও চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি খন্দকার আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামসু, চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, চুনারুঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আওয়াল মাস্টার, দৈনিক যুগান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ আলমগীর হোসেন তালুকদার, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর ও পাঠাগার সম্পাদক ওয়াহিদুল ইসলাম জিতু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এসএম সুলতান খাঁন, সদস্য অ্যাডভোকেট মোস্তাক বাহার, ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম, সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, যুগ্ম সম্পাদক এসএম শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম, অর্থ সম্পাদক শাহজাহান জলি, নির্বাহী সদস্য শেখ মোঃ হারুনুর রশিদ, সাংবাদিক ফারুক মিয়া, ব্যবসায়ী মারুফ আহমেদ, তালুকদার কম্পিউটার সেন্টারের পরিচালক হাফিজ তালুকদার প্রমূখ। দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের খতিব আবু তাহের ভূইয়া। দোয়া মাহফিল শেষে চুনারুঘাট উপজেলার কর্মরত সাংবাদিকদের কল্যাণে একটি সাংবাদিক ট্রাস্ট গঠন করার সিদ্ধান্ত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com