স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি হবিগঞ্জের ‘দ্য প্যালেস’-এ অনুষ্ঠিত গেলো ‘১৪তম ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯’-এর জমকালো আসর। ধারণকৃত এই আয়োজনটি এবার টেলিভিশন পর্দায় উপভোগের সুযোগ। শুক্রবার ৭ ফেব্রুয়ারি বিকাল ৫টায় চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হয় সংগীতের গুণী মানুষদের নিয়ে এই আয়োজনটি।
যে অনুষ্ঠানের বেশিরভাগ সময়জুড়েই ছিলো রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদের প্রাণবন্ত সংগীত পরিবেশনা।
এ ছাড়া নৃত্য পরিবেশন করে একদল নৃত্যশিল্পী। এই আয়োজনে দুটি বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আধুনিক গানে অসামান্য অবদানের জন্য ‘১৪তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯’ সম্মাননা পেলেন রফিকুল আলম ও গণসংগীত শিল্পী ফকির আলমগীর। অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আজাদ রহমান, গাজী মাজহারুল আনোয়ার, সৈয়দ আব্দুল হাদী প্রমুখ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। এছাড়া উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি লিডার আবু সাঈদ চৌধুরী কুটি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, চ্যানেল আই’র হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমূখ।
এছাড়াও মোট ১৪টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার প্রদান করা হয়। যে বিভাগগুলোতে সম্মাননা দেয়া হয় সেগুলো হলো- শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ লোক সংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ উচ্চাঙ্গ সংগীত কণ্ঠ এবং শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত যন্ত্র।
বাংলাদেশের গানের জগৎ যখন এক ক্রান্তিকাল অতিক্রম করছিল ঠিক সেই সময় দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় আয়োজন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com