স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বগলা বাজার-নাতিরপুর সড়ক থেকে মোবাইল চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় ডিবি পুলিশের এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার সুলতানশী গ্রামের আমজাদ আলীর ছেলে আলাউদ্দিন (২০) ও হবিগঞ্জ সদর উপজেলার পইল আসামপাড়া গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে কামাল মিয়া (৩২)।
ডিবি’র এসআই আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃত আলাউদ্দিন ও কামাল মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন চুরি করে নিয়ে আসছে। পাশাপাশি তাদের নেতৃত্বে মোবাইল ফোন চোর সিন্ডিকেটের বিশাল নেটওয়ার্ক গড়ে উঠেছে। এই সিন্ডিকেটের সদস্যরা সুযোগ বুঝে বিভিন্ন স্থানের বাসা-বাড়ি থেকে মোবাইল ফোন চুরি করছে। গতকাল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে তাদের গ্রেফতার করা হয়। মোবাইল চুরির ঘটনা উদঘাটনের জন্য তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com