নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট প্রেরণ করা হয়েছে। শুক্রবার রাতে নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন পত্রিকায় ‘নবীগঞ্জে পুলিশ কোপানোর ঘটনার সাড়ে ৪ মাসেও অধরা সন্ত্রাসী মুছা ও পারভেজ’ শিরোনামসহ বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এ সংবাদের জের ধরে পারভেজ ও তার সহযোগীরা সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে হুমকি দিয়ে আসছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের হবিগঞ্জ রোডস্থ পুরাতন পশু হাসপাতালের সামনে ছাত্রলীগ নেতা হেভেন হত্যা মামলার আসামী ফয়েজসহ একদল দুর্বৃত্ত সাংবাদিক কিবরিয়া চৌধুরীর উপর অতর্কিত হামলা চালায়। এতে সে রক্তাক্ত জখম হয়। তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট রেফার করেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জে কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে আসেন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, হামলাকারীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
একটি বিশ্বস্থ সূত্র জানিয়েছে, রাতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত জাফর ইকবাল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com