স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাসা বাড়িতে পদ্মা নদীর ইলিশ বলে সামুদ্রিক মাছ বিক্রি করছে একটি প্রতারক চক্র। ক্রেতারা আসল ইলিশ মাছ ভেবে উচ্চ মূল্যে এসব মাছ কিনে প্রতারিত হচ্ছেন। আর এই চক্রটি বাসা-বাড়ির মহিলাদের কাছে সহজে এসব মাছ বিক্রি করে হাতিয়ে নিচ্ছে টাকা।
সরজমিনে দেখা যায়, প্রায় প্রতিদিনই শহরের কোন না কোন এলাকায় বাহিরের জেলার লোকজন মাথায় এ্যালুমিনিয়ামের বড় ডেগ ভর্তি করে মাছ (যাকে তারা পদ্মার ইলিশ বলে থাকে তা) নিয়ে বাস-বাড়িতে গিয়ে প্রতি কেজি ৮শ’, ১ হাজার, ৫শ’ অর্থাৎ যার কাছ থেকে কৌশলে বেশি আদায় করা যায় তাকে সেভাবে ম্যানেজ করে তারা বিক্রি করছে। যদিও ওই মাছ দেখতে ইলিশের মতো কিন্তু সেগুলো প্রকৃত ইলিশ নয়। আর এই মাছগুলো আসে চট্টগ্রাম, পটুয়াখালি, ভোলাসহ বিভিন্ন জেলা থেকে। সম্প্রতি এরকম ১০ মণ মাছ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ আটক করে। কিন্তু তারপরও এসব মাছ বিক্রি বন্ধ হচ্ছে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com