হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ মাধবপুরের জ্বালারপাড় এলাকা থেকে গাঁজাসহ চন্দন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েক মোঃ আবুল হাসেমের নেতৃত্বে বিজিবি এক অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে চন্দনের কাছ থেকে ৩ কেজি ৭শ’ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে বিজিবি। আটক চন্দন মাধবপুরের তেলিয়াপাড়া ১৭নং চা বাগান এলাকার শিবুর পুত্র। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ হাজার ৯৫০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com