সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ হবিগঞ্জ জেলার মৎস্য ও খাদ্য শস্য ভান্ডার সমৃদ্ধ উপজেলা লাখাই। হবিগঞ্জ জেলার মধ্যে ব্যবসায়ীক কারণে ঢাকার সাথে যোগাযোগ বেশি লাখাই উপজেলাবাসীর। লাখাই উপজেলার অধিকাংশ মানুষ আদিকাল থেকেই ঢাকায় বিভিন্ন ধরণের ব্যবসা করে আসছে সুনামের সাথে। পুরাতন ঢাকার সবচেয়ে জনপ্রিয় খাবার বাকরখানী রুটি ও হোটেল রেস্তোরাঁর মালিক অধিকাংশই লাখাই উপজেলার কোন না কোন ব্যক্তি। লাখাই উপজেলার বেশ কয়েকজন আইনজীবী বেশ সুনামের সাথে আইন পেশা চালিয়ে আসছেন বহুদিন যাবত। যে জিনিস মানুষের মূল্যবোধ বিকশিত করে সেটা হল বই। ঢাকার নিউ মার্কেটের পাশে অবস্থিত নীলক্ষেতে ইসলামীয়া মার্কেটে দীর্ঘদিন যাবত সুনামের সাথে ব্যবসা করে আসছেন লাখাই উপজেলা ফুলবাড়িয়া গ্রামের রফিক মিয়া তালুকদার ও তার ভাইয়েরা। ঢাকায় লাখাই উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ব্যবসা ও পড়াশোনা করার ফলে প্রতিনিয়তই তাদের ঢাকায় যাতায়াত করতে হয়। বর্তমান সরকার হবিগঞ্জ-লাখাই-সরাইল বিশ্বরোডকে আঞ্চলিক মহাসড়কে রূপান্তরিত করেছে। বর্তমান সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থায় আমূল-পরিবর্তন হয়েছে। শুধু পরিবর্তন হয়নি লাখাই উপজেলা সাধারণ জনগণের পরিবহন সেবা। ঢাকার সাথে লাখাই উপজেলার যাত্রীেেদর যাতায়াতের মাধ্যম ট্রেন ও বাস। কিন্তু ট্রেনের টিকেট যথাসময়ে না পাওয়ার কারণে অধিকাংশ যাত্রীরাই বাস দিয়ে যাতায়াত করেন। লাখাই উপজেলাবাসীর অনেক দিনের লালিত স্বপ্ন ছিল যাতায়াতে উন্নত সেবা পাবার। কিন্তু লাখাই থেকে যে বাসগুলো ঢাকায় যায় সেই বাসগুলোর অবস্থা অত্যন্ত করুণ। উন্নত সেবা পাওয়া দূরে থাক জীবনের ঝুঁকি থাকে বেশি।
আলা উদ্দিন নামে এক যাত্রীর সাথে কথা হলে তিনি আক্ষেপ করে বলেন, আমরা অবহেলিত। লাখাই উপজেলার মানুষ হওয়ার কারণে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হয় ঢাকায়। আর কোন ভাল বাস না থাকার কারণে নি¤œমানের বাসগুলো দিয়েই আমাদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। সরকার ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লাখাই উপজেলাবাসী ও যাত্রী সাধারনের প্রাণের দাবি লাখাই টু ঢাকা রোডে দ্রুত বিআরটিসি’র বাস চালু করা হোক।
ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com