স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার নোয়াপাথারিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান মধু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ আছর নোয়াপাথারিয়া শাহী জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান মরহুমের ভাগ্নে আজিজুর রহমান। মোনাজাত পরিচালনা করেন নোয়াপাথারিয়া জামে মসজিদের ইমাম মাওলানা নুর উদ্দিন। জানাজার নামাজের পূর্র্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, জেলা কৃষকলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির রেজা, কাউন্সিলর আবুল হাসিম, বিশিষ্ট ঠিকাদার শওকত আলী, জনতা ব্যাংকের ম্যানেজার মর্তুজ আলী, জি কে গফ্ফার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান, মুফতি মাওলানা তাহের উদ্দিন সিদ্দিকী প্রমূখ। বক্তারা বলেন- মরহুম মধু মিয়া খুবই ভাল মানুষ ছিলেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুম সাইদুর রহমান মধু মিয়া হবিগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ ও স’মিল ব্যবসায়ী শরীফ এর চাচা। ব্যবসায়ী মধু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী। সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com