স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে কুলাঙ্গার পুত্রের লাঠির আঘাতে নাজিম উদ্দিন (৫২) নামে এক হতভাগা পিতা আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
স্থানীয় সূত্র জানায়, জলসুখা ইউনিয়নের উত্তরপাড়া শংখ মহল গ্রামের নাজিম উদ্দিনের (৫২) সাথে তার পুত্র তোফাজ্জলের (২৮) পারিবারিক বিষয় নিয়ে বৃহস্পতিবার রাতে তর্কবিতর্ক হয়। এর জের ধরে শুক্রবার বিকালে জলসুখা বাজারে নাজিম উদ্দিনকে পেয়ে তার পুত্র তোফাজ্জল উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। নিরুপায় হয়ে নাজিম উদ্দিন বাড়িতে ফিরে যাবার সময় জলসুখা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পৌঁছামাত্র তোফাজ্জল হঠাৎ করে নাজিম উদ্দিনকে লাঠি দ্বারা আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
আহত নাজিম উদ্দিন বলেন, তোফাজ্জলের সন্তানকে (নাতীকে) মারপিট করার সময় আমি বাঁধা দিলে সে আমাকেও মারপিট করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com