স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার মিনাজপুর এলাকায় হাইওয়ে রাস্তা পারাপারের সময় নিহত নানু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে নানু মিয়া তার আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে হাইওয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ী তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। নবীগঞ্জ থানার ওসি উত্তম কুমার দাস জানান, অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়েছে। ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তবে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com