স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব সুলতানশীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহত সূত্র জানায়, মৃত আব্দুর রেজ্জাকের পুত্র আব্দুল আজিজ ও আব্দুল মজিদের মধ্যে জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে বাকবিতন্ডা হলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রুমা আক্তার (২০), আব্দুল আজিজ (৫০), সাফিয়া আক্তার (৪৫), রুমানা আক্তার (১৭), মন্নান (১৭), সুজিনা আক্তার (১৩), সাহেব আলী (২৬), আব্দুল কাইয়ুম (৪০) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com