মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ
জুয়েল চৌধুরী ॥ মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ করায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগরের পইল রোডের ফারিয়া মেডিসিন সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমাবার বেলা পৌনে ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১নং ধারা অনুযায়ী শহরের পইল রোডে ফারিয়া মেডিসিন সেন্টারকে এ জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিত চলবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com