স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মোঃ আছকর মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন)। তিনি গতকাল সোমবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার দৌলতপুরস্থ নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯২) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর সিকান্দপুর মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ শেষে দৌলতপুর গ্রামস্থ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
এদিকে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আছকর মিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে তাকে শেষ বারের মত দেখতে মরহুমের বাড়িতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মীসহ শুভাকাঙ্খিরা ভিড় জমান। মরহুম আছকর মিয়া ১৯৯৮ সালে পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
শোক ঃ আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আছকর মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, মরহুম আছকর মিয়া আমার নিজ পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর অত্যন্ত সত্যতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ভাল শালিস বিচারকও ছিলেন। তার মৃত্যুতে পুকড়া ইউনিয়নবাসীর যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পৃথক বিবৃতিতে পুকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছকর মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
আজ বাদ জোহর সিকান্দপুর মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com