স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আহলে সুন্নাত ওয়াল জামাত, মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদ সভাপতি ও হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া এবং হবিগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডাঃ তপন কুমার দাশ গুপ্তকে দেখতে গেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল সোমবার রাত ৯টায় তিনি হাসপাতালে ভর্তি এই দুই ব্যক্তিকে দেখতে যান। এ সময় তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এমপি আবু জাহির। আলহাজ্ব মোঃ রইছ মিয়া ও ডাঃ তপন কুমার দাশ গুপ্ত পায়ে সমস্যা নিয়ে অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের হাটুুর নিচে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে বলে জানা গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com