মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত বেকারী ও ট্রাক্টর চালককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া এলাকাস্থ ফরেস্ট অফিসের কাছে একটি ভাড়া বাসায় পরিচালিত বেকারীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় নোংরা পরিবেশে খাবার তৈরী করতে দেখে বেকারীতে থাকা সেলিম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে একই এলাকায় খোয়াই নদীর তীর কেটে মাটি উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ট্রাক্টর চালক খোকন মিয়াকে। এ সময় উপজেলা অফিসের সিও ইমাংশু চন্দ্র ঘোষ, নাজির মোঃ উস্তার মিয়া ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com