স্টাফ রিপোর্টার ॥ সারা বাংলাদেশের ন্যায় হবিগঞ্জের প্রতিটি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষের ক্ষণগণনার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। প্রতিটি উপজেলায় একযোগে বাংলাদেশ টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষনের মাধ্যমে মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-
নবীগঞ্জ ঃ মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর প্রতিক নুর উদ্দিন প্রমুখ।
চুনারুঘাট ঃ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে মুজিব বর্ষের ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকতা সত্যজিত রায় দাশ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, আনোয়ার আলীসহ বিভাগীয় কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীর নেতবৃন্দ।
বানিয়াচঙ্গ ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা (কাউন্টডাউন) কার্যক্রমের উদ্বোধন করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে কেন্দ্রীয়ভাবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিববর্ষের ক্ষণগণনার লোগো উন্মোচনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন। এরপর প্রতিটি জেলা, উপজেলা ও পাবলিক স্থানে একইসঙ্গে ক্ষণগণনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন করা হয়েছে। বসানো হয়েছে কাউন্টডাউন ঘড়ি। প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানটি উপজেলা মাঠ থেকে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার, বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত, সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, মক্রমপুর ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, সরকারি জনাব আলী কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খান, সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দাল হোসেন খান, বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মোবাশ্বির আহমেদ, ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল প্রমূখ।
লাখাই ঃ লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার থেকে শুরু হয়েছে মুজিব বর্ষের ক্ষণগণনা। জাঁকজমকপূর্ণ ক্ষণগণনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার, লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, লাখাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বুল্লা ইউপি চেয়ারম্যান শেখ মোক্তার হোসেন বেনু, অ্যাডভোকেট মাহফুজ মিয়া, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, শফিউল আলম শাকিল, ফজলে এলাহী মোঃ ফরহাদ, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন, শাহ একেএম শাদী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক খাইরুদ্দিন আহমেদ, করাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুস, বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম, মুড়িয়াউক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, প্রতিদিনের বাণী লাখাই প্রতিনিধি সাংবাদিক মহসিন সাদেক, হবিগঞ্জের মুখ লাখাই প্রতিনিধি শিক্ষানবীশ অ্যাডভোকেট সুমন আহমেদ বিজয়, সাংবাদিক মহিউদ্দিন আহমেদ রিপন, সাংবাদিক শাহিন মোল্লা।
শায়েস্তাগঞ্জ ঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার জন্য সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। শায়েস্তাগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার, পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রানেশ দত্ত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, ইউপি চেয়ারম্যান বুলবুল খান, অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহীন, দাউদনগর বাজার ব্যকস সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুক, প্রধান শিক্ষক আবিদুর রহমান, আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ ব্যকস সভাপতি আবুল কাশেম শিবলু, প্রেসক্লাব সভাপতি আসম আফজল আলী, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান আল রিয়াদ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com