হবিগঞ্জ শহরের বৃন্দাবন কলেজ রোডে ময়ূরপঙ্খী ফ্যাশন হাউসের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উক্ত প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী শিরিন আক্তার সোনিয়ার মা জহুরা খাতুন ফিতা কেটে এ প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানের সহধর্মীনি জলি রহমান, হবিগঞ্জ ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী, রৌশনারা লুনা, অ্যাডভোকেট সায়লা খান, মিসেস জলি, রায়হানা বেগম, তৃষ্ণা আক্তার, শিউলী আক্তার, রুহিনা আক্তার রুবি, লাকী আক্তার, তান্না আক্তার, নাদিয়া চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী শিরিন আক্তার সোনিয়া সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি জানান, এখানে মহিলাদের সকল প্রকার কাপড় পাওয়া যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com