স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরসভা এলাকার কাটিহারা গ্রামে অনিমা পাল (২০) নামে এক মেডিকেল কলেজের ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মাধবপুর থানার এসআই মুসলিম মিয়া লাশের সুরতহাল করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। সে ওই এলাকা ও মাধবপুর বাজারের রাজন ফার্মেসীর স্বত্ত্বাধিকারী ধিরেন্দ্র চন্দ্র পালের কন্যা। গত বৃহস্পতিবার রাতে নিজ রুমে ঘরের তীরের সাথে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ২ বছর আগে ছেলে রাজন পালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হারপিক খেয়ে আত্মহত্যা করেন ওই ছাত্রীর মা। অনিমা মেধাবী ছাত্রী ছিল। সে এইচএসসি পাশ করে একটি প্রাইভেট মেডিকেল কলেজে ডাক্তারী পড়ার জন্য চান্স পেয়েছিল। কিন্তু তার ভাই রাজন পাল এতে বাধা হয়ে দাঁড়ায়। এ নিয়ে প্রায়ই তাদের সংসারে ঝগড়া বিবাদ দেখা দিত। এ ছাড়া রাজন পাল বোনের পড়াশোনাটা সহজভাবে মেনে নিতে পারেনি। তবে কেউ কেউ মনে করছেন তার ভাইয়ের অত্যাচারেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ওই এসআই জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত চলছে, তবে ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
হারপিক পানে মায়ের আত্মহত্যার দুই বছর পর ঘরের তীরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল মেয়ে
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com