স্টাফ রিপোর্টার ॥ আজ শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। আজ হবিগঞ্জে ৩ লাখ ৫৬ হাজার ৭৯২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৫৬৭ জনকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৩ হাজার ২২৫ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে হবিগঞ্জের ৯টি উপজেলার ইপিআই কেন্দ্রের স্থায়ী ও আউটরিচ সংখ্যা ১ হাজার ৮৮৬টি। এতে স্বাস্থ্য বিভাগের ৩৩০ জন মাঠকর্মী, ৫২০ জন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, ২১৪ জন সিএইচসিপিসহ ৩ হাজার ৭৭২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। ৬ মাসের কম বয়সের বাচ্চা, ৫ বছরের বেশি বয়সের বাচ্চা এবং মারাত্মক অসুস্থ বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। এছাড়া কোন বাচ্চা ৪ মাস আগে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে থাকলে তাকেও এখন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। খাওয়ালে সমস্যা হতে পারে। ভিটামিন এ ভরা পেটে খাওয়ানো ভাল। এটি শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। ভিটামিন এ খাওয়ালে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই।
হবিগঞ্জে ৩ লাখ ৫৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ॥ আপনার শিশুকে ভিটামিন এ খাওয়ান
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com