মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামে বসতঘরে পানি পড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেল ৩টার দিকে। আহতদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে জালাল মিয়া (১৭), সাবাজ মিয়া (২৫), খালেদ মিয়া (৩৫), আলামিন মিয়া (২৭), ফজল মিয়া (৭৫), লালু মিয়া (৩০), রুবেল মিয়া (২০), সাহেদা বেগম (৪০) ও ফজলু মিয়াকে (২০) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
সূত্র জানায়, রোববার বিকালে কায়স্থ গ্রামের সাবাজ মিয়ার সাথে একই গ্রামের ফজল মিয়ার বসতঘরের চালা থেকে পানি পড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com